পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
কলাপাড়ার বিভিন্ন জায়গায় শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে কয়েক দফায় হামলা চালানো হয়।
আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুমের অভিযোগ, তার সমর্থক জাকির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে যুবলীগ নেতা বিকাশের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এরপর তারা বেলা ১১টার দিকে দেলোয়ারের মেঘনা পরিবহনের কাউন্টারে ভাঙচুর করে।
এ ঘটনার পর দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী মাসুমের নিকটাত্মীয় বাবুল হাওলাদারকে মারধর করেন বিকাশ ও শুভর লোকজন।
মাসুম বলেন, নৌকার প্রার্থী আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি রক্ষা না করে বিজয়ী হবার জন্য উন্মাদ হয়ে গেছেন। তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। গোটা শহর স্তব্ধ। শহরে বহিরাগত আর সন্ত্রাসী ছাড়া আর কোনো লোক নেই।
আওয়ামী লীগের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার এসব অভিযোগ অস্বীকার করে জানান, কে বা কারা কী করেছে তিনি কিছুই জানেন না।
হামলার প্রতিবাদে বেলা দেড়টার দিকে নাইয়াপট্টি এলাকায় শতাধিক নারী সমর্থক বিক্ষোভ মিছিল করেন। বিকাশের বিচার চেয়ে তারা থানার সামনে জড়ো হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত টহলপুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি দলীয় কার্যালয়ে ও স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়।