বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ত্র দেখিয়ে হুমকি, যুবলীগের সভাপতিসহ ৩ জনকে কারাদণ্ড

  • জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা   
  • ১২ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩৬

হাসাদাহ ইউনিয়ন যুবলীগ সভাপতি জুম্মাত মন্ডলসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র দেখিয়ে ভীতি তৈরির চেষ্টা করেন। এ সময় নির্বাচনি আচরণবিধির দায়িত্বে থাকা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেন।

চুয়াডাঙ্গার জীবননগরে নির্বাচনি প্রচারে অস্ত্র দেখিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হুমকি দেয়ার অভিযোগে ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

পৌরসভা নির্বাচনে আচরণবিধির দায়িত্বে থাকা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন।

এর আগে জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন তেঁতুলিয়া এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত ওই তিনজনকে আটক করে।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন জীবননগরের হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি জুম্মাত মন্ডল, তার দুই সঙ্গী হাসাদাহ এলাকার আয়ুব মন্ডল ও বকুন্ডিয়া গ্রামের পান্নু মন্ডল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন তেঁতুলিয়ায় পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন তিনি। এ সময় খবর পান ওই এলাকায় হাসাদাহ ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য জুম্মাত তার কর্মীদের নিয়ে বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছেন। তখন তাদের অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

আরচণবিধি লঙ্ঘন করায় জুম্মাত মন্ডলকে দুই মাসের বিনাশ্রম, আয়ুব মন্ডলকে দুই মাসের বিনাশ্রম ও পান্নু মন্ডলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি জীবননগর পৌরসভার নির্বাচন। এতে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম, বিএনপির প্রার্থী শাহাজাহান কবীর এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী খোকন মিয়া হাতপাখা প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন।

এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে নয় জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জীবননগর পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৮২৭ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৬৯৩ ও পুরুষ ভোটার ১০ হাজার ১৩৩ জন।

এ বিভাগের আরো খবর