শেরপুরের শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগের দুটি প্রচারকেন্দ্রে আগুন দেয়া ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি জোনায়েদ আনসারী ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী লাল মোহাম্মদের ভাতিজা কাউসার।
পৌর এলাকার জালকাটা রোড ও শেকদি এলাকায় বৃহস্পতিবার ভোর চারটার দিকে এই হামলা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী লাল মিয়া জানান, জালকাটা রোডে দলীয় প্রচারকেন্দ্রে সকালে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, এমন খবর পেয়ে সেখানে যান জোনায়েদ। সেখানে ওত পেতে থাকা কয়েকজন তাকে মারধর করে। আগুন দেয়া হয় তার মোটরসাইকেলে। পরে পুলিশ সেখানে গিয়ে আগুন নেভায়।
লাল মিয়া আরও জানান, এই হামলার খবর পেয়ে শেকদি এলাকায় নৌকার প্রচারকেন্দ্রে সব ঠিক আছে কি না, তা দেখতে যান তার ভাতিজা কাউসার। সেখানে তার ওপরও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভোটের তিন দিন আগে এই ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
শ্রীবরদী থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে শ্রীবরদীতে ভোট হবে আগামী রোববার। এই পৌরসভায় লাল মিয়ার প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল হাকিম ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ হাবি।