বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাবনা পৌরসভায় নতুন করে ভোট গণনার নির্দেশ

  •    
  • ১০ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫৩

পাবনা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা সনি বিশ্বাস। তিনি স্বতন্ত্র হিসেবে ভোটে দাঁড়ানো জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধানের কাছে ১২২ ভোটে হেরে যান। সনির পক্ষে হাইকোর্টে আইনি লড়াই করলেন আইনজীবী শাহদীন মালিক।

সদ্য সমাপ্ত পাবনা পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফল স্থগিত করে এক মাসের মধ্যে নতুন করে ভোট গণনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন শাহদীন মালিক ও নাহিদ সুলতানা যুথী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

আদেশের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

পাবনা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা সনি বিশ্বাস। তিনি স্বতন্ত্র হিসেবে ভোটে দাঁড়ানো জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধানের কাছে ১২২ ভোটে হেরে যান।

নারকেল গাছ প্রতীক নিয়ে শরীফ উদ্দিন প্রধান ভোট পান ২৭ হাজার ৯৬৯টি। নৌকা নিয়ে আওয়ামী লীগের আলী মুর্তজা বিশ্বাস সনি পান ২৭ হাজার ৮৪৭ ভোট।

ওই নির্বাচনে ১ হাজার ১৬৫টি ভোট বাতিল করা হয়।

ভোট গণনা নিয়ে বিতর্ক দেখা দেয়ায় গত ৫ ফেব্রুয়ারি সনি বিশ্বাস হাইকোর্টে রিট করেন।

নাহিদ সুলতানা যুথী নিউজবাংলাকে বলেন, ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নির্বাচনের ভোটের ফলাফলের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করে।

পাশাপাশি এই নির্বাচনের ফলাফলকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছে আদালত। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিভাগের আরো খবর