কলাপাড়া পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে হত্যাচেষ্টা মামলায় শহর ছাত্রলীগের সভাপতি ও তার এক সহযোগীকে কারাগারে পাঠিয়েছে পটুয়াখালীর একটি বিচারিক আদালত।
জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে রোববার সকালে আসামিরা আত্মসমর্পণ করলে বিচারক জামাল হোসেন জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্র।
গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে শহরের মনোহরপট্রি তিন রাস্তার মোড়ে কুপিয়ে জখম করা হয় পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহমেদের সমর্থক হিসেবে পরিচিত রাকিবুল ইসলাম দীপ্তকে। এ ঘটনা পর দিন আসাদুজ্জামান শুভ, আলিফ মাহমুদসহ অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেন দীপ্তর মা।
দীপ্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরদিন নেয়া হয় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।
১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে এই পৌরসভায় ভোট। নির্বাচন ঘিরে এরই মধ্যে কলাপাড়ায় বেশ কিছু ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওয়ালদারের বিরুদ্ধে পেশি শক্তি ব্যবহারের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহমেদ ও বিএনপির প্রার্থী হুমায়ুন কবির।