মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে পুলিশ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মশিউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে চলে রাত নয়টা পর্যন্ত।
মেয়র প্রার্থী মশিউর রহমানের পরিবারের অভিযোগ,পুলিশ সুপার মাহবুব হাসানের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়েছেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মশিউর। তার সন্ধানের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেতা-কর্মীরা। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মশিউরের চাচাতো ভাই হেমায়েত হোসেন নিউজবাংলাকে জানান, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান সবুজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন তাকে ম্যাসেজ দেন। এতে লেখা ছিল ‘মাদারীপুরের পুলিশ সুপার তাকে (মশিউরকে) দেখা করতে বলেছেন’।
পরে পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান মশিউর। এর পর থেকেই নিখোঁজ।
এ খবর ছড়িয়ে পড়লে মশিউরের সমর্থকরা কালিকিনি থানা ঘেরাও করেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংঘর্ষের পর পরিস্থিতি এখনও থমথমে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে মশিউরের নিখোঁজের বিষয়ে পুলিশ সুপার মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান ও কালকিনি থানার ওসি নাসির উদ্দিনের সঙ্গে যোগযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তারা কেউ ফোনও ধরেননি।