পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের বিরুদ্ধে।
এ ছাড়া নৌকা প্রার্থীর বিরুদ্ধে কলাপাড়ায় বহিরাগত ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী দিয়ে নির্বাচনী প্রচারে বাধা দেয়ারও অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ।
শুক্রবার রাত আটটার দিকে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ তার ব্যবসায় প্রতিষ্ঠানে ডাকা সংবাদ সম্মেলনে এমন সব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, ‘১৪ ফেব্রুয়ারি কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছি। স্বতন্ত্র থেকে জগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতীক পাওয়ার পর থেকেই নৌকার প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের কিশোর গ্যাং ও তার সন্ত্রাসীরা আমার প্রচারে নানাভাবে বাধা দিচ্ছেন। গত বুধবার বিপুল চন্দ্র হাওলাদার বিপুলসংখক বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসেছেন।’
দিদার অভিযোগ করে বলেন, যারা এসেছে তারা প্রতিদিনই মোটরসাইকেলে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন রাস্তায় মহড়া দিচ্ছেন। এতে এলাকায় ভীতি ছড়িয়েছে। আর এ কারণে ভোটারদের মনে ব্যাপক শঙ্কা কাজ করছে।
শুক্রবার নৌকার সমর্থকরা জগ প্রতীকে প্রচার চালাতে গেলে দিদারের স্ত্রীসহ পরিবারের চারজনকে অকথ্য ভাষায় গালাগাল করে, হাত-পা কেটে ফেলার হুমকি দেন।
অভিযোগ করে সংবাদ সম্মেলনে দিদার বলেন, তাদের কাছে থাকা লিফলেট, স্টিকার ছিনিয়ে নিয়ে ফেলে দেয়।
এমন ঘটনায় তিনি পরিবার ও কর্মীদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তায় আছেন বলেও জানান।
কলাপাড়া পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আওয়ামী লীগের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিকার চান তিনি।
স্বতন্ত্র প্রার্থীর এমন সব অভিযোগ অস্বীকার করে নৌকার বিপুল চন্দ্র হাওলাদার বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নাই। তা ছাড়া আদৌ এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, সেটাও তদন্ত করে দেখা উচিত।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তারা স্বতন্ত্র প্রার্থী দিদারের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। সেটার তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।