শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়ালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হলেও তিনি নির্বাচন থেকে সরছেন না বলে ঘোষণা দিয়েছেন।শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুল কুমার দে লিখিত বহিষ্কারপত্রটি পড়ে শোনান।
তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রত্যেক প্রার্থী অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছিলেন, কিন্তু সেই অঙ্গীকারনামার শর্ত ভেঙে রেজাউল করিম আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেয়ায় তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। চূড়ান্ত বহিষ্কারের জন্য সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হবে।’
রেজাউল করিম ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি। এরপরই মনোনয়নপত্র জমা দেন তিনি।
তবে দল তাকে মনোনয়ন না দিয়ে মাস্টার কামাল উদ্দিন আহমদকে প্রার্থী ঘোষণা করে। দলীয় মনোনয়ন না পেয়ে রেজাউল করিম স্বতন্ত্র প্রার্থী হয়ে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রেজাউল জানান, ‘আমি আওয়ামী লীগের ত্যাগী কর্মী। দলের জন্য সারাটা জীবন কাজ করেছি। এর আগেও আমি দুবার মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে দেয়া হয়নি। আমাকে মূল্যায়ন করা হয়নি। জনগণ আমার সঙ্গে আছে। তাই আমি নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে যাব। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হব।’
চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি ডামুড্যা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়র প্রার্থী।
পৌরসভাটিতে মোট ভোটার ১২ হাজার ২৫৯ জন।