পৌর নির্বাচনের পঞ্চম ধাপে ভোলা ও চরফ্যাশন পৌরসভায় ৯ মেয়র প্রার্থীসহ ১০৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে দুই পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন।
ভোলা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চার জন। তাদের মধ্যে আওয়ামী লীগের মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বিএনপি থেকে হারুন-অর-রশিদ ট্রুম্যান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আতাউর রহমান এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়ারুল আলম লিটন স্বতন্ত্র হয়ে লড়বেন।
এছাড়া ভোলা পৌরসভার ৯ ওয়ার্ডে ৩৯ জন সাধারণ কাউন্সিলর এবং ৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে চরফ্যাশন পৌরসভায় মেয়র পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের মো. মোরশেদ, বিএনপির মো. হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু ইউসুফ, জাতীয় পার্টির তরিকুল ইসলাম চৌধুরী এবং স্বতন্ত্র হয়ে শরীফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চরফ্যাশন পৌরসভার ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রির্টানিং অফিসার আলাউদ্দিন আল-মামুন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের পর, ১২ ফেব্রেুয়ারি প্রতীক বরাদ্দ হবে।
২৮ ফেব্রুয়ারি এই দুই পৌরসভায় ভোট।