ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়ন দাখিলের শেষ দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা হাজি মাহমুদুল হক ভূইয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
প্রথম শ্রেণির এই পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোট।
মনোনয়ন জমা শেষে আওয়ামী লীগের প্রার্থী নায়ার কবির নিউজবাংলাকে বলেন, ‘আমি জনগণের কাছে যাব, মানুষ যদি আমাকে গ্রহণ করে আমি নির্বাচিত হব। একটি উৎসবমুখর নির্বাচন হবে। পৌর এলাকাগুলোতে আমার যে কাজগুলো অসমাপ্ত রয়েছে, সেগুলো শেষ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আরেকটি সুযোগ দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি ধন্যবাদ জানাই।’
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা জানিয়ে বিএনপি প্রার্থী জহিরুল হক খোকন বলেন, ‘দেশবাসী আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের কাছে আমাদের আশা থাকবে কাউকে ভয় না পেয়ে ভোটকেন্দ্রে এসে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। জনগণের ভোট ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি যদি পরাজিত হই যে পাস করবে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব।’
স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাজি মাহমুদুল হক ভূইয়া বলেন, ‘আমরা চাই ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া হোক। তাই প্রশাসনের কাছ থেকে একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের আশা করছি।’
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন অপর দুই প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল কারিম ও ইসলামিক আন্দোলন বাংলাদেশ-এর জেলা কমিটির সদস্য মো. আব্দুল মালেক।
জেলা রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান নিউজবাংলাকে জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে।