বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন আওয়ামী লীগের কামাল উদ্দিন খান। তিনি পেয়েছেন ১০ হাজার ১৫১ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহাঙ্গীর হোসেন খোকন পেয়েছেন ২ হাজার ৪৪১ ভোট।
২ হাজার ৪২৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে বিএনপির জিয়াউদ্দিন সুজন।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা নুরুল আলম।
নির্বাচনে বিএনপি বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
জয়ের পর আওয়ামী লীগের কামাল উদ্দিন খান বলেন, ‘মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জনগণ নিজেদের ভোট নিজেরা এসে দিয়েছেন।সমর্থকদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।’