ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীর কাছে আওয়ামী লীগ হারলেও হরিণাকুন্ডুতে জয় পেয়েছে নৌকা।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে হরিনাকুন্ডুকে মেয়র হয়েছেন ফারুক হোসেন।
শনিবার রাত ৮টার দিকে সহকারী রির্টানিং কর্মকর্তা নুরুল হুদা ফল ঘোষণা করেন।
তিনি জানান, ৭ হাজার ৩ ৪৭ ভোট পেয়ে মেয়র হয়েছেন ফারুক হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপু পেয়েছেন ৪ হাজার ৯১৩ ভোট।
তৃতীয় ধাপের হরিণাকুন্ডু পৌরসভার ভোটার ছিলেন ১৭ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩৯২ জন ও নারী ভোটার ৮ হাজার ৬৮৩ জন।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন।
সকাল ৮ থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উত্তেজনার মধ্য দিয়ে চলে ভোট গ্রহণ।
সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার মান্দারতলা জোড়াপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা ভোটকেন্দ্রে ঢুকে দুটি ব্যালট বাক্স ভাঙচুর করে। আহত হয় নৌকার এক সমর্থক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার শুরু হয় ভোটগ্রহণ। পরে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।