নওগাঁ পৌরসভা নির্বাচনে টানা তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন বিএনপি নেতা নজমুল হক সনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীকে চার হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি।
শনিবারের ভোটে সনির ধানের শীষে ভোট পড়ে ২৯ হাজার ২৬৯ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নির্মল কৃষ্ণ সাহার নৌকায় ভোট পড়েছে ২৪ হাজার ৯৪৪টি।
স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকে নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলও বেশ ভালো ভোট পেয়েছেন। তার পক্ষে রায় দিয়েছেন ১২ হাজার ৪৩৫ জন।
ইসলামী আন্দোলনের আতিকুর রহমানও চমক দেখিয়েছেন। তার হাতপাঠায় ভোট পড়েছে সাত হাজার ৯৬ টি।
জাতীয় পাটি ইফতারুল ইসলাম বকুল ৪০৯ ভোট পেয়ে তলানীতে রয়েছেন।
সনি ২০১০ সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালেও তিনি জয় ধরে রাখেন।
অবশ্য এবার ফলটি অন্য রকমও হতে পারত। কারণ, তৃতীয় অবস্থানে থাকা রাসেল নিজেও আওয়ামী লীগ করেন। দলের মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হন। তার ভোট নৌকার বাক্সে পড়লে ক্ষমতাসীন দল সহজে জিততে পারত।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, নির্বাচনে ৬৫ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলে। ভোট নিয়ে কোনো প্রার্থী সুনির্দিষ্টভাবে অভিযোগ করেননি।
পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে মোট ৪১টি কেন্দ্রে ৩৩২টি বুথে ভোট চলে।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আহসানুল হাবিব, ২নং ওয়ার্ডে মো.আজিজুর, ৩নং ওয়ার্ডে ইমতেজারুল হক, ৪নং ওয়ার্ডে আব্দুল মালেক শেখ, ৫নং ওয়ার্ডে মজনু হোসেন, ৬নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ডে সারোয়ার তানজিদ সম্রাট, ৮নং ওয়ার্ডে হাসান ইমাম তমাল এবং ৯নং ওয়ার্ডে আসাদুজ্জামান সাগর জয় পেয়েছেন।
সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে নাসিমা খাতুন, ২নং ওয়ার্ডে রিনা রহমান এবং ৩নং ওয়ার্ডে ফাতেমা খাতুন।