নওগাঁর ধামইরহাট পৌরসভায় দ্বিতীয় বারের মতো মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের আমিনুর রহমান।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ধামইরহাট পৌরসভায় ভোট নেয় কমিশন।
রাত ৮টায় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার সাজ্জাদ হোসেন জানান, নৌকার প্রার্থী আমিনুর রহমান ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে মেয়র হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষে মাহবুবুর রহমান চৌধুরী চপল পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন পেয়েছেন ৩৬৩ ভোট।
নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনে মোট ভোট ভোটার ছিলেন ১২ হাজার ৬৪০ ভোট।
রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচন কোন ধরনের সহিংসতা হয়নি। কোন প্রার্থীই নির্বাচন নিয়ে কোন ধরনের অভিযোগ করেননি।
১৫ বছর পর অনুষ্ঠিত হলো নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচন। ধামইরহাট পৌরসভার নির্বাচন ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রের ৩৮টি বুথে ভোট নেয়া হয়।