বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২ ভোটে জিতে মেয়র

  •    
  • ৩০ জানুয়ারি, ২০২১ ২১:৪২

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন আটজন। ক্ষমতাসীন দলের প্রার্থী খলিল পেয়েছেন ৬৬৯ ভোট। বিএনপির প্রার্থী ইকবাল আহমদ তাপাদার পেয়েছেন ৬৬১ ভোট।

হাড্ডাহাড্ডি লড়াই দেখল সিলেটের জকিগঞ্জ পৌরসভার বাসিন্দারা। মাত্র দুই ভোটের ব্যবধানে এখানে মেয়র পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আহাদ।পৌর নির্বাচনে মেয়র পদে লড়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। তবে নৌকা প্রতীকের এই প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি।

মেয়র পদে বিজয়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিষ্কৃত) নারিকেল গাছ মার্কার স্বতন্ত্র প্রার্থী আব্দুল আহাদ পেয়েছেন দুই হাজার ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীও আওয়ামী লীগের আরেক বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (বহিষ্কৃত) ফারুক আহমদ। জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ফারুক পেয়েছেন দুই হাজার ৮১ ভোট।

তৃতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহর পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন এক হাজার ৯৮৫ ভোট।

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন আটজন। ক্ষমতাসীন দলের প্রার্থী খলিল পেয়েছেন ৬৬৯ ভোট। বিএনপির প্রার্থী ইকবাল আহমদ তাপাদার পেয়েছেন ৬৬১ ভোট।

জকিগঞ্জে বিএনপিরও বিদ্রোহী প্রার্থী ছিল। চামচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন হীরা।

মেয়র পদে আব্দুল আহাদকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাদমান সাকীব বলেন, পৌরসভার নয়টি কেন্দ্রে দিনভর শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৩৩৮ জন।

এ বিভাগের আরো খবর