বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার গোবিন্দগঞ্জেও আ. লীগের ভরাডুবি

  •    
  • ৩০ জানুয়ারি, ২০২১ ২১:০১

গাইবান্ধা পৌরসভার পর এবার তৃতীয় দফার নির্বাচনে গোবিন্দগঞ্জেও হোঁচট খেয়েছে আওয়ামী লীগ। দলে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করে জয় পেয়েছেন মুকিতুর রহমান রাফি।

তিনি আওয়ামী লীগের প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলমকে দ্বিগুণ ভোটের ব্যবধানে হারিয়েছেন। এমনকি নৌকা মার্কায় তিনি ভোট পেয়েছেন ধানের শীষের চেয়েও কম।

শনিবার রাত ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোতালিব গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনের ফল ঘোষণা করেন।

তিনি জানান, ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে মেয়র পদে জয় পেয়েছেন নারিকেল গাছ প্রতীকে মুকিতুর রহমান রাফি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফারুক আহমেদ। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৯৪ ভোট।

এ ছাড়া আওয়ামী লীগের খন্দকার জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫ হাজার ৩৯ ভোট। আর এতে তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে।

পৌরসভাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আনিসুর রহমান পেয়েছেন মাত্র ২১৮ ভোট। আর একমাত্র নারী প্রার্থী জহুরা খাতুন আনিকা মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন মাত্র ৫০ ভোট।

নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোবিন্দগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রের ৮৩টি ভোটকক্ষে ২৯ হাজার ৯৭৯ জন ভোট দেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৬৪ জন ও নারী ১৫ হাজার ৩০৫ জন।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই পৌরসভাতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হয়।

এ বিভাগের আরো খবর