দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে আবারও মেয়র পদে জয় পেয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী জামিল হোসেন চলন্ত। এ নিয়ে টানা দুইবার মেয়র নির্বাচিত হলেন তিনি।
হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ১০ হাজার ৯৯২ ভোট পেয়ে জয় পেয়েছেন নৌকার প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের সাখাওয়াত হোসেন শিল্পী পেয়েছেন চার হাজার ৯৩৭ ভোট।
৩১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন নারিকেল গাছ মার্কার স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুরুজ আলী পেয়েছেন ২৩০ ভোট। ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোমিনুল ইসলাম, হাকিমপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সফিকুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচনে মেয়র পদে চার জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তৃতীয় শ্রেণির হাকিমপুর পৌরসভায় ভোটার ২১ হাজার ৬৩১ জন। ভোট নেয়া হয়েছে ১২টি কেন্দ্রে।
সকাল আটটায় শুরু হওয়া ভোট চলে একটানা বিকেল চারটা পর্যন্ত।