বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক কেন্দ্রের ব্যালট পেপার উধাও

  •    
  • ৩০ জানুয়ারি, ২০২১ ১৫:৪৮

জামালপুরের সরিষাবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ভোট নেয়া যায়নি ব্যালট পেপার খুঁজে না পাওয়ায়। এই ঘটনাটি কীভাবে ঘটল সে বিষয়ে নিশ্চিত নন জেলা নির্বাচন কর্মকর্তা। জানাচ্ছেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

জামালপুরের সরিষাবাড়ি পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে ব্যালট পেপারই পাওয়া যায়নি। এ কারণে সেখানে ভোট নেয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

ব্যালট পেপারের কী হলো, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুল আলম তরফদারের কাছ থেকে। একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

এই কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ৭৬৭ জন।

পৌরসভায় মোট কেন্দ্র ১৮টি। এর মধ্যে ১৭টিতে ভোট চলছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।

তিনি বলেন, ওই কেন্দ্রে ব্যালট পেপার না পাওয়ার কারণটি খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখে পরে ব্যবস্থা নেব।’

শনিবার যে ৬২টি পৌরসভায় ভোট চলছে, তার সবগুলোতেই ব্যালট পেপার পাঠানো হয়েছে সকালে। যে কেন্দ্রে ব্যালট পেপার পাওয়া যায়নি, সেখানেও সকালেই পাঠায় উপজেলা প্রশাসন।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার সরিষাবাড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে কর্মরত।

এ বিভাগের আরো খবর