ভোট শুরুর চার ঘণ্টার মাথায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি ভোট কেন্দ্রে। এতে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
যে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে তারা হলেন উটপাখি মার্কার জিটু দেওয়ান ও পাঞ্জাবি মার্কার মামুনুর রশিদ। তারা দুই জনই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
‘ভোট কেন্দ্র দখল’ নিয়ে এই সংঘর্ষ বলে জানিয়েছেন স্থানীয়রা। কয়েক জন প্রত্যক্ষদর্শী জানান, জিটু দেওয়ানের সমর্থকরা ওই কেন্দ্র দখল করতে যায়। মামুনুরের সমর্থকরা তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে আহত হন অন্তত ১০ জন।
এর কিছুক্ষণ পর জিটুর সমর্থকরা চাটখিল সড়কে গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। তখন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশও।
পুলিশের আহত সদস্যরা হলেন এস আই মুকবুল, এ এস আই আহসান উল্যাহ এবং কনস্টেবল তায়েফুর রহমান, খায়রুল বাশার ও জোবায়ের। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির নিউজবাংলাকে জানান, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় ফাঁকা গুলি। তবে এই সংঘর্ষের ঘটনায় ওই কেন্দ্রে ভোট বন্ধ হয়নি।