টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল ও বিশৃঙ্খলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা এই তথ্য নিশ্চিত করেছেন।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে শনিবার বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয়।
এর আগে ওই কেন্দ্রে নৌকার পক্ষে স্লোগান দিয়ে একদল মানুষ কেন্দ্রে ঢুকে জাল ভোট দিতে থাকে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এটিএম সামসুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘একদল লোক মিছিল নিয়ে কেন্দ্রে এসে জাল ভোট দিতে থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী আসার পর তারা পালিয়ে যায়। এ সময় কিছু নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পাওয়া গেছে।’
তবে কী পরিমাণ ব্যালটে জাল সিল মারা হয়েছে আর সেগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত হবে, সেই তথ্য বলেননি প্রিসাইডিং কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা বলেন, ‘নির্বাচনি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’