বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ঘরের ভিতরে হান্দাই মারছে’

  •    
  • ৩০ জানুয়ারি, ২০২১ ১৫:০৮

‘আই (আমি) ও আর জামাই বাড়িত বইয়া রইছি। আৎকা (হঠাৎ) ৩০/৪০ আই আমডারে পিডা লাগাইছে। আর জামাইডারে হুদাই মারছে। তারা আতে দাও, ছেনি আর বোম আছিল।’

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ভোট চলাকালে ৯ নম্বর ওয়ার্ডের নাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় নরুল আমিন ও আয়েশা বেগম নামে স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

দুপুর দেড়টায় নাটাপাড়া কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আহত আয়েশা বলেন, ‘আই (আমি) ও আর জামাই বাড়িত বইয়া রইছি। আৎকা (হঠাৎ) ৩০/৪০ আই আমডারে পিডা লাগাইছে। আর জামাইডারে হুদাই মারছে। তারা আতে দাও, ছেনি আর বোম আছিল।’

স্থানীয়রা জানান, কাউন্সিলর প্রার্থী (পাঞ্জাবী) মিজানুর রহমানের সঙ্গে কেন্দ্র দখল নিয়ে কামাল হোসেন (ডালিম) প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় বাড়িঘর ভাঙচুর হয়। পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘সংঘর্ষের সময় ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। এখন আবার ভোট শুরু হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ র‌্যাবের পাশাপাশি বিজিবির বেশ কয়েকটি দল টহল দিচ্ছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি।’

এ বিভাগের আরো খবর