বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ইয়ানো কোগা টেয়া হাইলে মাইয়াগোরে দাওয়াত দিয়ুম’

  •    
  • ২৯ জানুয়ারি, ২০২১ ২১:২০

শনিবার যে ৬৪ পৌরসভায় ভোট হবে, তার মধ্যে আছে ফেনী পৌরসভাও। ভোটের নিরাপত্তায় পুলিশ- বিজিবির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পড়েছে আনোয়ারা বেগমের ওপরও। দায়িত্ব পালন করে যে কয়টা টাকা পাবেন, তা দিয়ে মেয়েদের দাওয়াত করে খাওয়াতে চান।

তার নাম আনোয়ারা বেগম। বয়স ৬০ ছুঁই ছুঁই। জীবিকার তাগিদে কখনও ঝিয়ের কাজ আবার কখনও বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির হয়ে কাজ করেন।

আনোয়ারার চার মেয়ে। স্বামী মারা গেছেন বহু আগে।

পরিকল্পনা করেছেন, ভোটের দায়িত্ব পালন করে যে টাকা পাবেন তা দিয়ে মেয়েদের দাওয়াত করে খাওয়াবেন।

ফেনী পৌরসভা নির্বাচনে বিরিঞ্চি সুফিয়া মাদ্রাসা কেন্দ্রে ব্যালট বক্স পাহারার দায়িত্ব পড়েছে আনোয়ারার।

শনিবার যে ৬৪ পৌরসভায় ভোট হবে, তার মধ্যে আছে ফেনী পৌরসভাও। ভোটের নিরাপত্তায় পুলিশ বিজিবির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পড়েছে তার ওপরও।

শুক্রবার বিকেলে ফেনী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ভোট কেন্দ্রে যাওয়ার সময় কথা হয় তার সঙ্গে। তখন জানা যায়, তার জীবনের করুণ কাহিনির কথা।

১০ থেকে ১২ বছর আগে স্বামী মারা গেছেন। এরপর থেকে মানুষের বাড়িঘরে কাজ করে চার মেয়েকে বড় হয়েছেন। সবার বিয়ে হয়ে গেছে। তবে এক মেয়ে স্বামী মারা যাওয়ার পর থেকে তার সঙ্গে থাকেন।

আনোয়ারার আশা, কিছু টাকা পেলে সব মেয়েকে দাওয়াত করে একসঙ্গে চারটা ভালোমন্দ খাবেন। সে কারণেই এই তীব্র শীতের মধ্যেও ভোটকেন্দ্র পাহারার সুযোগটা লুফে নিয়েছেন।

আনোয়ারা বলেন, ‘বাবা আংগোরে টেয়া দিব কে? ইয়ানো কোগা টেয়া হাইলে মাইয়াগোরে দাওয়াত দিয়ুম।’

ভোটে কখন সহিংসতা ঘটে যায়, আপনার যে বয়স, তাতে পারবেন সামলাতে?

আনোয়ারা বলেন, ‘আল্লায় বাঁচাইব।’

আনোয়ারার বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গাগরা গ্রামে।

সরকারি ডাক পড়লে সময় সময় ছুটে আসা এই মানুষগুলোর জীবন খুবই কঠিন। কাজ না থাকলে তাদের জন্য থাকে না কোনো বরাদ্দ।

শরীরে যখন শক্তি ছিল, তখন এতসব গায়ে মাখেননি আনোয়ারা। এখন শক্তি যখন কমে আসছে, তখন চাইছেন, মাসে যেন একটা বরাদ্দ দেয়া হয় তাকে।

এর আগেও আনোয়ারা নির্বাচনি দায়িত্ব পালন করেছেন। দুই হাজার থেকে ২২০০ টাকা পেয়েছেন।

এবার তীব্র শীত পড়েছে, রাতে ভোটকেন্দ্রেই থাকতে হবে। পরে সারা দিন আবার হাড়ভাঙা খাটুনি।

এই বয়সে কষ্ট হবে না?

এমন প্রশ্নে আনোয়ারা বলেন, ‘কষ্ট হইলে কী অইব বাবা, থাকতে তো অইবই।’

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী জানান, ৩০ জানুয়ারি ফেনী পৌর নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট হবে।

১৮টি সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ছয়টি নারী কাউন্সিলর পদের মধ্যে নয়টিতে ভোট হবে।

পৌরসভার ১০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত পাঁচটি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একক প্রার্থী থাকায় মোট ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯১ হাজার ৬৬২ জন। এদের মধ্যে ৪৭ হাজার ৩০৭ জন পুরুষ এবং ৪৪ হাজার ৩৫৫ জন নারী।

এ বিভাগের আরো খবর