পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে নাটোরের সিংড়া পৌরসভায় প্রচার চালাচ্ছেন মেয়র পদের দুই প্রার্থী।
এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, বিএনপির প্রার্থী তায়জুল ইসলাম তাকে হুমকি দিচ্ছেন। আর তায়জুল জানান, তার নির্বাচনি প্রচারে বাধা দিচ্ছেন নৌকার প্রার্থী ও সমর্থকরা।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা আছলাম উদ্দিন জানান, ভোটের পরিবেশ সুষ্ঠু আছে।
তৃতীয় ধাপের নির্বাচনে সিংড়া পৌরসভার মেয়র পদের জন্য লড়াইয়ে আছেন এই দুই প্রার্থীই। ২০১৫ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী শামিম আল রাজিকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল। এবারও পেয়েছেন দলীয় মনোনয়ন।
তার প্রতিপক্ষ পৌর বিএনপির সদস্যসচিব তায়জুল ইসলাম এবারই প্রথম মেয়র পদের জন্য লড়ছেন।
দুই প্রার্থীর প্রচারে সরগরম সিংড়া পৌর এলাকা। তবে ক্ষমতাসীন দলের প্রার্থী-সমর্থকদের বাধার কারণে প্রচারে পিছিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে বিএনপি।
দলটির প্রার্থী তায়জুল নিউজবাংলাকে বলেন, ‘আমাদের নির্বাচনি প্রচারে আওয়ামী লীগ সমর্থকরা প্রতিনিয়ত বাধা দিচ্ছেন। জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে, তাহলে আমাদের জয় সুনিশ্চিত।’
এদিকে, প্রচারে এগিয়ে থেকেও বিএনপির বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের প্রার্থী জান্নাতুল। তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি; তাই আমার বিপুল জনসমর্থন আছে। বিএনপি প্রার্থী তায়জুল ইসলাম ও তার সমর্থকরা প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দিচ্ছেন। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তারা এমনটা করছেন।’
ভোটাররা বলছেন, স্বাভাবিক পরিবেশে ভোট দিতে চান তারা। পৌর এলাকার নতুন ভোটার রবিন খান বলেন, ‘এই প্রথম ভোট দিব। যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন, সব সময় আমাদের পাশে থাকবেন তাকেই ভোট দিব।’
নির্বাচনি পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে উল্লেখ করে জেলা নির্বাচন কর্মকর্তা আছলাম উদ্দিন জানান, ভোটের দিনও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় ১২ ওয়ার্ডের সিংড়া পৌরসভা। সেখানে এখন ভোটার ২০ হাজার ৪৯৫ জন।
এই পৌরসভার নির্বাচনে মেয়র পদের দুই জন ছাড়াও লড়াই হবে সাধারণ কাউন্সিলর পদের ৫৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ২৩ জনের মধ্যে।