বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামলার ঘটনায় আতঙ্ক মৌলভীবাজারে

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ০১:০৮

‘বিএনপি,যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী স্থানীয় ইসমাইল হোটেলে চা পান করতে যান। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ধরধর শব্দ করে ক্রিকেটব্যাট, লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। বেধড়ক মারধর করা হয় কয়েক জনকে।’

গণসংযোগ শেষে চা পান করছিলেন মৌলভীবাজার পৌরসভার ধানের শীষের মেয়র প্রার্থীর একদল সমর্থক। তাদের ওপর আচমকা হামলা করে দুর্বৃত্তরা। এতে আহত হন অন্তত আটজন।

বুধবার বিকেলে ও সন্ধ্যার দিকে মৌলভীবাজার শহরের শাহমোস্তফা সড়কে এ ঘটনা ঘটে।

হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দুষছেন বিএনপির নেতারা।

ঘটনাস্থলের পাশেই বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানীর বাসভবন। সেখানেও হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা।

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের ঠিক দুদিন আগে এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে।

বিএনপির কয়েক জন নেতা নিউজবাংলাকে জানান, বুধবার সকাল থেকে জেলা বিএনপির সভাপতি নাসের রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ধানের শীষের মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন। তিনি চলে গেলে বেলা তিনটার দিকে বিএনপি,যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী স্থানীয় ইসমাইল হোটেলে চা পান করতে যান।

এ সময় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ধরধর শব্দ করে ক্রিকেটব্যাট, লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। বেধড়ক মারধর করা হয় কয়েক জনকে। এর কিছুক্ষণ পর আবারও হামলা করা হয়।

ঘটনাস্থলে আসেন আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন। তিনি নিউজবাংলাকে বলেন, নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে ঘটনার সূত্রপাত তা স্পষ্ট নয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,‘যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তিনি নিজে সরে না গেলে তাকেও মারধর করা হতো।

‘নির্বাচনে প্রভাব বিস্তার করতে পাশের উপজেলা থেকে নেতা-কর্মীদের আনা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হামলার বিষয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন,নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকতেই পারে। আজকের ঘটনা খুব বড় না হলেও, এটি যেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় কোনো বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নজর রাখবে পুলিশ।

এ বিভাগের আরো খবর