শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনি উত্তাপ। প্রচন্ড শীত উপেক্ষা করে শেষ মূহুর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটে জিততে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নলিতাবাড়ী পৌর সভায় ভোটার ২২ হাজার ৮৫ জন। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন দুই জন। তারা হলেন- নালিতাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক এবং নলিতাবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আনোয়ার হোসেন।
কাউন্সিলর পদে লড়ছেন ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমি পাঁচ বছরে অনেক উন্নয়ন করেছি। মানুষের সেবা করেছি। কাজেই মানুষ আমাকেই ভোট দিবে।’
ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র আনোয়ার হোসেন বলেন, ‘গত পাঁচ বছরে পৌরবাসীর দেখার মতো কোন উন্নয়ন হয়নাই। কাজেই নিরপেক্ষ ভোট হলে আমিই জয়ী হব।’নালিতাবাড়ী উপজেলা নির্বাচন অফিসার বিল্লাল হোসেন জানান, পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো পৌরসভা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এক্ষেত্রে প্রার্থী ও ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
নালিতাবাড়ীর ভোটার আমিনুল ইসলাম বলেছেন, ‘অন্যান্য জেলার পৌরসভা থেকে নালিতাবাড়ী পৌরসভা উন্নয়নে অনেকটাই পিছিয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই পৌরসভায় জলাবদ্ধতা তৈরি হয়। এমনকি শিশুদের বিনোদনের জন্য নেই কোনো বিনোদন পার্ক ও ছেলে মেয়েদের জন্য নেই খেলার মাঠ। এসব সমস্যার সমাধান যে প্রার্থী করবেন, আমরা তাকেই ভোট দেব।’