রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। এরই মধ্যে একটা নির্বাচনি আমেজ শুরু হয়েছে বিড়ি শিল্পখ্যাত এলাকা হারাগাছে। গুঞ্জন চরমে, নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি।
নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন আওয়ামী লীগের চার নেতা।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সংসদীয় আসনের পৌরসভা হারাগাছ। তাই আওয়ামী লীগের দলীয় ভোটার স্বাভাবিক ভাবেই আগের চেয়ে বেড়েছে। তাই নৌকার প্রার্থী নিয়ে আলোচনাও বেশি। বেড়েছে গুরুত্ব। তাই নৌকা পেতে প্রার্থীও বেশি।
কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল হান্নান নিউজবাংলাকে জানান, হারাগাছ পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমানে হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল আকতার ও সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান এবং পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এরশাদুল হকের নাম দলীয় সভায় রেজুলেশন করে জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু নিউজবাংলাকে বলেন, ‘চার প্রার্থীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রী যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে। যাকেই মনোনয়ন দেয়া হোক দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এককাট্টা হয়ে কাজ করার নির্দেশনা দেয়া আছে।’
দেখা গেছে, তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চার নেতা নিজেদের মেয়র পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে পৌর শহরের হাটবাজারের অলিগলিতে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে ভোটার ও তৃণমূল কর্মীদের সঙ্গে করছেন মতবিনিময়, উপস্থিত থাকছেন সামাজিক অনুষ্ঠানে, সহযোগিতা চাইছেন সবার।
বর্তমান মেয়র হাকিবুর রহমান বলেন, ‘আমি মেয়র হওয়ার পর আগের সময়গুলো থেকে হারাগাছে ব্যাপক উন্নয়ন হয়েছে। পৌরবাসী কাঙ্খিত সেবা পেয়েছেন। তাদের সমস্যা সমাধানে দ্বারে দ্বারে গেছি। আশা করি দল ও পৌরবাসী সেসব কাজের মূল্যায়ন করবেন।’
পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল আকতার বলেন, ‘নেত্রী ও দলের নির্দেশে মানুষদের পাশে আগেও ছিলাম, এখনও আছি। মানুষের সেবা তো করে যাচ্ছি। দলীয় মনোনয়ন চেয়েছি। আশা করছি মনোনয়ন পাব। তবে মনোনয়ন না পেলেও মানুষের সেবা করে যেতে চাই।’
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, ‘দল করি, স্থানীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করাটাই স্বাভাবিক। আমি বিশ্বাস করি, দল আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করবে না।’
ভোটাররাও কষছেন বিভিন্ন হিসাব নিকাশ। কারা প্রার্থী হচ্ছেন, ভোট কেমন হবে, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না এসব আলোচনা তাদের মুখে।
হারাগাছে বিএনপির সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা, জাতীয় পার্টির সাবেক এমপি করিম উদ্দিন ভরসা এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ময়ার বাড়ি। তাই ভিন্ন ছকও ভোটারদের খাতায়।
কাউনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমায়ারা খাতুন বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ২৮ ফেব্রুয়ারি।’
পৌরসভাটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমের) ভোট গ্রহণ করা হবে।