পাবনা পৌরসভা নির্বাচনে ১১নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে রাধানগর মক্তবপাড়া এলাকায় এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে পৌরসভা নির্বাচনে ১১নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ফরিদুল ইসলাম ডালুর পক্ষে মিছিল বের করেন তার সমর্থকরা। এ সময় একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকের প্রার্থী সানাউল হক সানুর সমর্থকরা হাতুড়ি ও রড নিয়ে হামলা চালায়। এতে কয়েক জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পুলিশি পাহারায় ডালুর সমর্থকরা মিছিল নিয়ে পৌর এলাকার ১১নং ওয়ার্ডের মক্তবপাড়া মোড় এলাকায় এলে, সানুর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েক জন আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কাউন্সিলর প্রার্থী ফরিদুল ইসলাম ডালু বলেন, ‘প্রতিপক্ষের পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা আমার বাসায় সমর্থকদের উপর হামলা করে। বিষয়টি এই নির্বাচনের পরিবেশকে নষ্ট করার পাঁয়তারা করছে তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি করছি।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রওশন আলী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে পৌর এলাকার ১১ ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষের কেউই এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। হতাহতের বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি।’