শেষ মুহূর্তে জমে উঠেছে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার নির্বাচন। তীব্র শীত উপেক্ষা করে প্রার্থীরা যাচ্ছেন ভোটাদের বাড়ি বাড়ি। পুরো পৌরোসভা জুড়ে চলছে গণসংযোগ ও পথ সভা।
৩০ জানুয়ারির হাকিমপুর পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। তারা হলেন- আওয়ামীর লীগ মনোনীত ও সাবেক মেয়র জামিল হোসেন চলন্ত, বিএনপির মনোনীত ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুরুজ আলী শেখ এবং স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন।
নির্বাচনি প্রচারে মেয়র প্রার্থীরা মাঠে থাকলেও লড়াইয়ে এগিয়ে দুই সাবেক মেয়র। ভোটে জিততে দুই জনই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত নিউজবাংলাকে বলেন, ‘আমার আমলে এই পৌরসভায় বহু উন্নয়ন হয়েছে। আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে জনগনের জন্য কাজ করছি। আগামীতে নির্বাচিত হলে আমি জনগণের জন্য কাজ করব। পৌরসভার কিছু রাস্তা খারাপ রয়েছে। আমি নির্বাচিত হলে সেই রাস্তাগুলো আগে নির্মাণ করব। এছাড়া ড্রেনেজ ও ডাস্টবিনের একটু সমস্যা রয়েছে তা সমাধান করা হবে।’
এদিকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী নিউজবাংলাকে জানান, ‘আমি পাঁচ বছর আগে এই পৌরসভার মেয়র ছিলাম। আমার আমলে এই পৌরসভার উন্নয়নের সুফল পৌরবাসী এখনও ভোগ করছেন। বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পর সামান্য কিছু কাজ ছাড়া আর কোন কাজ করেনি তিনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাকে এই পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য মনোনীত করেছেন। আমি নির্বাচিত হলে এই পৌরসভায় আগের মত উন্নয়নমূলক কাজ করব।’
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬৩১ জন। এর মধ্যে ১০ হাজার ৮৬৬ জন নারী ও ১০ হাজার ৭৬৫ জন পুরুষ।