বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দুর্বৃত্তদের হামলায় নারীসহ সাত জন আহত হয়েছেন।
পৌর শহরের সুজার খেয়াঘাট আশ্রয়ন প্রকল্প এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এই হামলার জন্য উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. খোকনের সমর্থকদের দায়ী করেছেন পানির বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী আল আমিনের সমর্থকরা।
আহতরা হলেন-বিদ্যা রানী, বুলু রানী, বিভা রানী, সীমা, রেনু বালা, নাইম ও লিটন। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিভা রানী জানান, পানির বোতল প্রতীকের আল আমিনের সমর্থক সোহরাব সওদাগর, আনিস, জাহাঙ্গীর, হামিদ, রাসেল সওদাগর, জলিল, খোকন, মিলন, মৃধা হাসান, হানিফসহ ১৫ থেকে ২০ জন আচমকা লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
কাউন্সিলর প্রার্থী মো. খোকন বলেন, ‘আমার সমর্থকদের পিটিয়ে আহত করা হয়েছে। আমি এর বিচার চাই।’
পোস্টার ছেঁড়া নিয়ে এ ঘটনা ঘটেছে মন্তব্য করে কাউন্সিলর প্রার্থী আল আমিন বলেন, ‘প্রতিপক্ষ আমার ওপর ঘটনার দায়ভার চাপিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে।’বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের চিকিৎসার জন্য পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।