বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকা ডোবাতে কারাগারে থেকেই বিদ্রোহী প্রার্থী

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২১ ২৩:০১

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিউজবাংলাকে বলেন, ২০২০ সালের মার্চে অস্ত্রসহ কামরুলকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা বরুড়া পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করতে কারাগারে থেকেই দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন কামরুল হাসান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক জন নেতা বলেন, রুড়ায় আওয়ামী লীগে দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন বর্তমান সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল। অপর পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম।

বিদ্রোহী প্রার্থী কামরুল বরুড়া পৌর যুবলীগের আহ্বায়ক। তিনি উপজেলা চেয়ারম্যান মাইনুলের সমর্থক।

বরুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন সাত জন। তাদের মধ্যে আওয়ামী লীগের বকতার হোসেন বখতিয়া, বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বাহাদুরুজ্জামান, পৌর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান ও আরেক বিদ্রোহী প্রার্থী আবদুল কাদির। তবে আবদুল কাদির নিজেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোষণা করলেও তার দলীয় কোনো পদ নেই।

কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত নারী আসনে ১০ জন।

বিদ্রোহী প্রার্থীর বিষয়টি নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আমাদের নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা দলীয় আদর্শের বাইরে গিয়ে দলের সঙ্গে বেঈমানি করতে পারব না।’

তিনি আরও বলেন, ‘কামরুল ছাড়া বাকি দুই জনের যারা নিজেদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে প্রচার করছেন, তাদের একজন বাহাদুরুজ্জামান জাতীয় পার্টি থেকে এসেছেন। আবদুল কাদির বিএনপির লোক।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার নিউজবাংলাকে বলেন, ২০২০ সালের মার্চে অস্ত্রসহ কামরুলকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের আরো খবর