বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘তোকে মেরে ফেলে হলেও আমি তো মেয়র হবই’

  •    
  • ২২ জানুয়ারি, ২০২১ ২০:২২

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানি বিশ্বাস ফোনে দুইবার করে দলটির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রাথী মতিউর রহমান খানকে এমন হত্যার হুমকি দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। 

নির্বাচন থেকে সরে না গেলে ‘তোকে মেরে ফেলে হলেও আমি তো মেয়র হবই’ বলে বিরোধী স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানি বিশ্বাস ফোনে দুইবার করে দলটির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রাথী মতিউর রহমান খানকে এমন হত্যার হুমকি দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন।

গোলাম রাব্বানি বিশ্বাস অবশ্য অভিযোগকে বানোয়াট অসত্য বলে দাবি করে বলছেন, দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি এমন মিথ্যা অভিযোগ করছেন।

শুক্রবার বিকেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী মতিউর রহমান খান সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, নির্বাচন থেকে সরে যেতে তাকে চাপ দিচ্ছে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস। গত ১১ জানুয়ারি রাতে দুইবার ফোন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয় তাকে। এ সময় আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।

মতিউর বলেন, ‘তিনি আমাকে বলেন, তোকে মেরে ফেলে হলেও আমি তো মেয়র হবই।’

সংবাদ সম্মেলনে সেই কথপোকথনের রেকর্ড সাংবাদিকদের শোনান মতিউর রহমান খান।

তিনি বলেন, ‘প্রতিনিয়ত আওয়ামী লীগের প্রার্থী আমাকে ও আমার কর্মীদের হুমকি দিচ্ছেন। এ নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমি লিখিতভাবে নির্বাচনের রির্টানিং কর্মকর্তাকে জানিয়েছি। আমি চাই, আগামী ৩০ তারিখের নির্বাচন সুষ্ঠু করতে, পদক্ষেপ নেবে প্রশাসন ও নির্বাচন কমিশন।’

হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানি বিশ্বাস। তিনি বলেন, ‘এটি মিথ্যা কথা। কীভাবে (অডিও রেকর্ড) করেছে সেটা আমি জানি না। সে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছে। তাই প্রতিহিংসার কারণে এসব কথা বলছেন।’

মতিউর রহমানের করা অভিযোগ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগ পাওয়ার পর গত বুধবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাসকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। নির্বাচনের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সতর্ক থাকার কথা জানিয়েছেন।

এ বিভাগের আরো খবর