ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বিকেল চারটার দিকে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
যারা বৈধতা পেয়েছেন তারা হলেন- আওয়ামী লীগের আঞ্জুমান আরা বন্যা, দলের বিদ্রোহী আব্দুল মজিদ আপেল, তাহমিনা আখতার মোল্লাহ, বাবলুর রহমান বাবুল, বিএনপির শরফিুল ইসলাম শরিফ, দলের বিদ্রোহী দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন।
পৌরসভার ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত আসনে নয় জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এ দিকে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুমান আরা বন্যা বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে তার মনোনয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহমিনা আখতার।
এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত দিয়েছেন তিনি। তাহমিনা বলেন, ‘মেয়র প্রার্থী আঞ্জুমান জাতীয় মহিলা সংস্থা থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন। রিটার্নিং অফিসার কীভাবে তার প্রার্থিতা বৈধ করল জানি না। তাই জেলা প্রশাসককে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেয়ার জন্য আপিল করেছি।
আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুমান বলেন, ‘রিটার্নিং অফিসার যাচাই-বাছাই করে আমার মনোনয়নের বৈধতা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিথ্যা অভিযোগ তুলেছেন।’
জেলা রিটার্নিং অফিসার জিলহাজ উদ্দিন জানান, কাগজপত্র সঠিক থাকায় মেয়র পদে সাত জনের, কাউন্সিলর পদে ৫৬ জনের ও সংরক্ষিত আসনে নয় জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।