হলফনামায় তথ্য গোপনসহ নানা কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠেয় নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ নয় জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে আখাউড়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী ভূইয়া (আওয়ামী লীগের বিদ্রোহী) ও উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী)। এছাড়া এক জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের ছয় জন কাউন্সিলার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, যাছাই বাছাই শেষে চার জন মেয়র প্রার্থীসহ ৪৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র নূরুল হক ভূইয়া (আওয়ামী লীগের বিদ্রোহী),উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন রতন (আওয়ামী লীগের বিদ্রোহী)। এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫জন ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয় জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন দাখিলের শেষ দিন গেল রোববার আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ মেয়র পদে ছয় জন, নয়টি সাধারণ ওয়ার্ডে কাউসিলর পদে ৪১ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীসহ মোট ৫৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।
রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, মনোনয়ন সঠিকভাবে পূরণ না করা, ঋণখেলাপি হওয়া, হলফনামায় তথ্য গোপনসহ বিভিন্ন কারণে দুই জন মেয়র প্রার্থী, এক জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ডে ছয় জন কাউন্সিলর প্রার্থীসহ নয় জনের প্রার্থিতা বাতিল করা হয়।
তিনি বলেন, প্রার্থীরা তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৪ ফেব্রুয়ারি ইভিএমে নেয়া হবে ভোট।