বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রচারে বাধা ও মারধরের অভিযোগ প্রার্থীর

  •    
  • ১৯ জানুয়ারি, ২০২১ ১৮:৩৯

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি আমার স্ত্রীসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা খবুই আতংকের মধ্যে আছি। ভয়ে কোন প্রকার নির্বাচনি প্রচার ও গণসংযোগ করতে পারছি না।'

মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনি প্রচারে বাধা ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

আল মামুন অভিযোগ করে বলেন, ‘আমি মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন আমাকে নির্বাচন না করতে হুমকি দিয়েছিল। এমনকি গত ৩ জানুয়ারি আমাকে তার ভারাটে সন্ত্রাসী দিয়ে প্রাণ নাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে গত ১৪ জানুয়ারি নির্বাচনি প্রচারের জন্য ইদ্রাকপুরের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাইকিং করার সময় মকবুলের সমর্থকরা রিকশা ভাংচুর ও মাইক ছিনিয়ে নেয়। তারা নির্বাচনি এলাকায় আমার উটপাখির পোস্টার ছিড়ে ফেলে।’

‘গত ১৭ জানুয়ারী আমার স্ত্রী আকলিমা বেগমের ভাইয়ের স্ত্রী ঝুনু বেগম, আমার বোন সুনিয়া আক্তার আরও কয়েকজন মিলে আমার নির্বাচনি এলাকা হাটলক্ষীগঞ্জ এলাকায় ভোট চাইতে গেলে মকবুল হোসেনের সমর্থকরা পথরোধ করে গালিগালাজ শুরু করে। পরে তাদের মারধর করে।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি আমার স্ত্রীসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা খবুই আতংকের মধ্যে আছি। ভয়ে কোন প্রকার নির্বাচনি প্রচার ও গণসংযোগ করতে পারছি না।’

অভিযোগ অস্বীকার করেন মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে ডালিম প্রতিকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মকবুল হোসেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। তিনি বা তার কর্মী-সমর্থক কাউকে হুমকি-ধামকি দেয়া হয়নি।’

এ বিভাগের আরো খবর