বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচনি আমেজে পোস্টারের শহর এখন নওগাঁ

  •    
  • ১৮ জানুয়ারি, ২০২১ ২৩:০৭

পৌরসভায় ৪১টি কেন্দ্রে ৩৩২টি বুথে ভোট নেয়া হবে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ২৩৯ ও নারী ভোটার ৫৯ হাজার ১ জন।

শহরের প্রধান প্রধান সড়ক, প্রতিটি পাড়া-মহল্লার অলিগলি সবই ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। প্রার্থীদের ছবি, প্রতীক সম্বলিত এসব পোস্টার-ব্যানারে নির্বাচনি আমেজ ফিরেছে জেলা শহর নওগাঁয়। আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সব দলের প্রার্থীদের রয়েছে সরব উপস্থিতিও।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয়। সেই হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পৌর এলাকা। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, চাইছেন নিজেদের জন্য ভোট।

চায়ের আড্ডা বসছে পাড়া মহল্লায়, সেই আড্ডারও একটাই আলোচনার বিষয়, পৌর নির্বাচন; কে হবেন মেয়র।

প্রার্থীরাও ভোটারদের সঙ্গে করছেন কুশল বিনিময়, উঠান বৈঠকসহ নানা কর্মসূচি। দিচ্ছেন নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি।

শুধু প্রার্থীদের সরব উপস্থিতি ব্যানার পোস্টারেই সীমাবদ্ধ নেই, আছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ।

এরই মধ্যে প্রার্থীরা নিজেদের প্রতীক বরাদ্দ পেয়েছেন। এরপর যেন দম ফেলার সময় নেই তাদের।

প্রধান আর অলিগলি সবগুলো সড়কের উপরেই এভাবে প্রার্থীদের পোস্টারে ছেয়ে আছে নওগাঁ পৌরসভা। ছবি: নিউজবাংলা

নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন পাঁচ জন প্রার্থী। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে লড়ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র নজমুল হক সনি, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জাতীয় পার্টির ইফতারুল ইসলাম (বকুল) লাঙল প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা নিয়ে লড়ছেন আতিকুর রহমান।

নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসষ্ট্যান্ডে কালিপদ রায়ের স্টলে চা খাচ্ছিলেন রিকশাচালক শুকবর আলী। তার সঙ্গে কথা হয় পৌরসভা নির্বাচন নিয়ে। তিনি বলেন, ‘লওগাঁ শহরোত তো একন খালি পোস্টার আর পোস্টার রে বা। সারাদিন শহরের ভিতর হামি রিকশা চালাই, তাই ম্যালা পাড়া মহল্লাত হামার যাওয়া লাগে, সবখানোত এখন খালি প্রার্থীকেরে ছবি দিয়া পোস্টার আর পোস্টার। তবে হামার কিন্তু ভালোই লাগিচ্ছে। চারদিকে উৎসব উৎসব ভাব।’

শহরের কাজীর মোড়ের এক দোকানি আকবর দেওয়ান বলেন, ‘একন তো হামাকে লওগাঁ শহর পোস্টারের শহর হইয়া গেছে বাপো। এর আগে কখননো এতো পোস্টার দেকিনি। মেলাগুলা প্রার্থী এবার নির্বাচন করিচ্ছে, তাই মনে হয় এতো পোস্টার। হামার চায়ের দোকানোত যারাই চা খাবার আসে, তারাই একন খালি নির্বাচনের গল্প করে।’

ভোট প্রদানের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘প্রার্থীরা তো নির্বাচন আসলেই খালি মেলা প্রতিশ্রতি দেয় বাপো, কিন্তু নির্বাচন পার হলে সব কথা ভুলা যায়। অনেকেক তয় দেখি, যাক ভালো মনে করমু তাকই এবার ভোট দিমু।’

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৭ জন কাউন্সিলর ও তিনটি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভায় ৪১টি কেন্দ্রে ৩৩২টি বুথে ভোট নেয়া হবে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ২৩৯ ও নারী ভোটার ৫৯ হাজার ১ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, নওগাঁ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুতি শেষ পর্যায়ে।

এ বিভাগের আরো খবর