কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে অনিয়ম, প্রার্থীদের মারধর এবং হুমকি-ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা।
শহরের চিলিস ফুড পার্কে সোমবার বেলা ১১টার দিকে প্রথম সংবাদ সম্মেলন করেন পৌর নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফুর রহমান। পরে একই স্থানে সংবাদ সম্মেলন করেন বিএনপির মেয়র প্রার্থী রহমত আলী রব্বান।
সংবাদ সম্মেলনে এই দুই পরাজিত প্রার্থী অভিযোগ করেন, হুমকি-ধামকি, কর্মী-সমর্থকদের মারধর এবং নির্বাচনের দিন কেন্দ্র দখল করে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক।
শনিবারের ভোটে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের এনামুল হক পেয়েছেন ১০ হাজার ৪৬৮ ভোট।
নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়াই করা দলের নেতা শেখ আরিফুর রহমান মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫১৫ ভোট।
ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির রহমত আলী রব্বান ভোট পেয়েছেন ১ হাজার ৬৭৪টি।