দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় সিলেটের গোলাপগঞ্জের দুই নেতাকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
সোমবার এক জরুরি বৈঠকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয় সিলেট জেলা আওয়ামী লীগ।
বহিষ্কৃতরা হলেন গোলাপগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু।
এ পৌরসভায় দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।
রুহেল, রাবেল, পাপলু ছাড়াও গোলাপগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আরও তিন নেতা।
আগামী ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ হবে।
এ পৌরসভায় ২০১৮ সালের ২৩ নভেম্বর তৎকালীন মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে উপনির্বাচন হয়। ওই সময় দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন আমিনুল ইসলাম রাবেল।
নির্বাচনের আগে তাকে বহিস্কার করা হলেও নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে দলে ফিরিয়ে নেয়া হয়।
তবে গত দুই নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও জিততে পারেননি জাকারিয়া আহমদ পাপলু।
দুই নেতাকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দির খান বলেন, ‘দলীয় সিদ্ধান্ত যারাই অমান্য করবেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। ঐক্যের প্রশ্নে কাউকেই ছাড় দেয়া হবে না।’
বহিষ্কারের বিষয়ে কথা বলতে চাইলে দুই নেতার কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।