মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে পরাজিত হয়ে কাউন্সিলর প্রার্থী মকলেছুর রহমান কান ধরে পানিতে ডুব দিয়েছেন। পরে তিনি প্রতিজ্ঞা করেছেন কোনোদিন কোনো নির্বাচনে অংশ নেবেন না।
সোমবার দুপুরে মকলেছুর নিউজবাংলাকে জানান, এলাকার লোকজন তাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য জোর করেন। যারা বেশি জোর করেছিলেন তারাই তাকে ভোট দেননি। এ কারণে তার ভরাডুবি হয়েছে।
রোববার সন্ধ্যায় তিনি ওয়ার্ডের লোকজন ও তার স্বজনদের ডেকে আনেন। এরপর পানিতে নেমে কান ধরে ডুব দিয়ে উঠে তিনি বলেন, ভবিষ্যতে আর কখনও নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেবেন না।
তিনি বলেন, ‘ভোট ভালো মানুষের জন্য না। মানুষ যে টাকার কাছে বিক্রি হয়ে যায়, তা আমি ভোট করতে এসে দেখলাম।’
প্রতিজ্ঞা করার সময় তিনি নিজে লোক ডেকে ভিডিও ধারণ করান। সে ভিডিও মেহেরপুরের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে পাঠান। ভিডিওটি তাৎক্ষণিক ভাইরাল হয়।
গত শনিবার গাংনী পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মকলেছুর রহমান ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন পান ৪৮৬ ভোট, মকলেছুর পান ১২৫ ভোট।