চট্টগ্রামের সন্দ্বীপে পৌরসভা নির্বাচনে অংশ নেয়া বিএনপির মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সন্দ্বীপ পৌরসভায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান নিউজবাংলাকে জানান, কোনো প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যেই জামানত বাজেয়াপ্ত করা হয়।
সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে ১৭ হাজার ৭১৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোক্তাদির মাওলা সেলিম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আবুল বশার পেয়েছেন মাত্র ৭১১ ভোট।
শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, সন্দ্বীপে মেয়র পদে মোট ভোট পড়েছে ১৮ হাজার ৪২৭টি। এরমধ্যে আট ভাগের এক ভাগ পেতে হলে কোনো প্রার্থীকে দুই হাজার ৩০৩টি ভোট পেতে হবে। কিন্তু বিএনপির প্রার্থী আবুল বশার পেয়েছেন মাত্র ৭১১ ভোট। এজন্য তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সন্দ্বীপ পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ২৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৬৭ জন, মহিলা ১৬ হাজার ৬৫৯ জন।
এটি ছিল সন্দ্বীপ পৌরসভার চতুর্থ দফা নির্বাচন। সবশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন জাফর উল্যাহ টিটু।