বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া)। সেই আসনেরই পরশুরাম পৌরসভায় নির্বাচন হবে ১৪ ফেব্রুয়ারি। অথচ এই নির্বাচনে নেই বিএনপির কোনো প্রার্থী।
শুধু বিএনপি নয়, অন্য কোনো দল বা স্বতন্ত্র কোনো প্রার্থীই নেই আওয়ামী লীগ ছাড়া। ফলে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামী লীগের ছাড়া আর কোনো প্রার্থী মেয়র বা কাউন্সিলর পদে জমা দেননি মনোনয়ন ফরম। আর এতেই নির্বাচনের ‘ফেনী স্টাইলে’ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলররা।
রোববার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়ের ৩ ঘণ্টা আগে পরশুরাম উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, ‘নির্বাচনের কোনো পরিবেশ না থাকায় আমরা কোনো প্রার্থী দিচ্ছি না।’
পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি জানান, মেয়রসহ সবগুলো ওয়ার্ডে একক প্রার্থী মনোয়ন ফরম জমা দিয়েছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল পুনরায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।
এ ছাড়া ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে এক জন করে প্রার্থী হওয়ায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মেয়র পদে একমাত্র প্রার্থী নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন।
এ ছাড়া ১নং ওয়ার্ডে আবদুল মান্নান লিটন, ২নং ওয়ার্ডে খুরশিদ আলম, ৩নং ওয়ার্ডে আবু তাহের, ৪নং ওয়ার্ডে আবদুল মান্নান, ৫নং ওয়ার্ডে এনামুল হক এনাম, ৬নং ওয়ার্ডে কামাল উদ্দিন, ৭নং ওয়ার্ডে নিজাম উদ্দিন চৌধুরী সুমন, ৮নং ওয়ার্ডে রাসুল আহাম্মেদ মজুমদার স্বপন, ৯নং ওয়ার্ডে আবু শাহাদাত চৌধুরী লিটন।
সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডে আফরোজা আক্তার ৪, ৫ ও ৬ নম্বরে রাহেলা আক্তার এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে হালিমা আক্তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, ‘দেশে নির্বাচনের নামে তামাশা হচ্ছে। কেন্দ্র দখল করে ভোট ছিনতাই করে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তাই বিএনপি প্রার্থীদের আগ্রহ কম। প্রহসনের নির্বাচনে অংশ নিতে চায় না তারা।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, ‘টানা তিন বার ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার। এই সময়ে অসংখ্য উন্নয়ন হয়েছে দেশে। আমি নির্বাচনে অংশ নিয়েছি। অন্য প্রার্থী না থাকায় আমিই মেয়র হতে যাচ্ছি।
‘পরশুরামে বিএনপির অস্তিত্ব নেই। তাদের দলে রয়েছে কোন্দল। তাই তারা কোনো প্রার্থীও দিতে পারেনি। প্রার্থী দিলেও তারা জামানত হারাবে। সেই ভয়েই প্রার্থী দেয়নি।’