চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি দেশের ৫৬টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে রোববার বাগেরহাট পৌরসভা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র খান হাবিবুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক যুব সম্পাদক মো. সাঈদ নিয়াজ হোসেন (শৈবাল)।
এ ছাড়া কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ছয় জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
বাগেরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ২শ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৪২১ ও নারী ভোটার ১৯ হাজার ৭৭৯। এ পৌরসভায় কেন্দ্র ১৫টি।