বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বসুরহাট পাল্টে দেবে ভোটের চিত্র: কাদের মির্জা

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২১ ১৮:৩৬

ভোটের আগে ক্ষোভ-বিক্ষোভ। ভোটের দিন উৎফুল্ল। ফলাফল পেয়ে আরও খুশি আবদুল কাদের মির্জা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই বলেছেন, তারা দেখিয়ে দিয়েছেন, সুষ্ঠু নির্বাচন চাইলেই সম্ভব। বলেছেন, যারা জনগণের পাশে থাকে, তাদের মনোনয়ন দিলেই পাস করে দল। কিন্তু অনেক ক্ষেত্রেই দল এমনটি করে না। আর এ কারণেই প্রার্থীরা কারচুপির মাধ্যমে পাস করার চেষ্টা করেন।

শনিবারের ভোটে ভূমিধস জয় পাওয়ার পর নিউজবাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন কাদের মির্জা।

শনিবারের ভোটে নৌকা মার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৭৩৮টি। দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষে ভোট পড়েছে এক হাজার ৭৭৮। জামায়াত নেতার মোবাইল ফোনে পড়েছে এক হাজার ৪৫১টি।

এত ভোট পাবেন ভেবেছিলেন?

আমার প্রত্যাশা ছিল। কিন্তু আমি শঙ্কায় ছিলাম। বিভিন্ন অপশক্তি যাদের বিরুদ্ধে আমি কথা বলেছি, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। আমাদের নেতা ওবায়দুল কাদের আন্তরিকভাবে চেষ্টা করে সেটা রুখে দিয়েছেন।

আপনি যেমন নির্বাচন চেয়েছিলেন তেমন পেয়েছেন?

অবশ্যই পেয়েছি। শুধু তাই নয়, এটা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার পৌরসভার জনগণ যে দৃষ্টান্ত তৈরি করল তা আর কেউ পারবে না।

আপনার দল লম্বা সময় ধরে ক্ষমতায়। তাহলে আগে কেন এই দৃষ্টান্ত তৈরি হলো না?

এটা সদিচ্ছার ব্যাপার। আমরা শুরু করলাম, এটা সারাদেশ অনুসরণ করলে দেশের মানুষের প্রাণের দাবি সুষ্ঠু নির্বাচন সেটা সম্ভব হবে। আমরা করে দেখিয়ে দিলাম সুষ্ঠু নির্বাচন এদেশে সম্ভব।

আপনার এখানে সুষ্ঠু ভোট হলো, সব জায়গায় কেন সম্ভব হয় না?

দল থেকে যারা মনোনয়ন পান অধিকাংশরাই জনবিচ্ছিন্ন। তাদের এলাকার মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না। নেতাদের দিয়ে তদবির করে মনোনয়ন নেন, তারপর জেতার জন্য শুরু করে অনিয়ম। তারা যদি জনগণের সঙ্গে থাকত তাহলে হারার ভয় থাকত না।

এসব কথা দলীয় প্রধান জানেন না?

দলীয় প্রধান একা কতদিকে খেয়াল রাখবেন? আন্তর্জাতিক বিষয়, দেশের উন্নয়ন, অগ্রগতি সবকিছু দেখছেন তিনি। আর কত খেয়াল রাখবেন? অন্যদের কাজ কী, যারা বড় বড় কথা বলে? শেখ হাসিনাকে একা দোষ দেবেন কেন? শেখ হাসিনাকে অন্যরা সহযোগিতা করলে দেশে সব সম্ভব হবে।

আমাকে আমার কর্মীরা সহযোগিতা করেছে। তাই সুষ্ঠু নির্বাচনের দাবি বাস্তবায়ন করতে পেরেছি। শেখ হাসিনাকে সবাই সহযোগিতা করুক। সারা দেশে সুন্দর নির্বাচন হবে।

আপনি সুস্থ রাজনীতির উদাহরণ তৈরির চেষ্টা করছেন, দলের জ্যেষ্ঠ রাজনীতিবিদের মধ্যে এই চর্চা দেখেন কি?

আমি ছোট জায়গার ছোট রাজনীতিবিদ। অনিয়ম নিয়ে আমার মধ্যে উপলব্ধি তৈরি হয়েছে। তাই আমি এই চর্চা করছি। এটা যার যার ব্যক্তিগত মূল্যবোধের বিষয়। সদিচ্ছা থাকলে অনিয়ম বাদ দিয়ে সবকিছু সুন্দরভাবে করা সম্ভব।

ত্যাগী নেতাকর্মীরা হারিয়ে যাচ্ছেন। দল তাদের মূল্যায়ন করে না। মানুষ তো ত্যাগী নেতাদের কাছে যায়। দল তাদের মূল্যায়ন না করলে মানুষও দলকে মূল্যায়ন করবে না। সুবিধাবাদীরা দলের গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রাখলে ত্যাগী নেতারা মূল্যায়ন পাবে কী করে? এটা শুধু আওয়ামী লীগ না সব দলের একই অবস্থা।

আপনার কি মনে হয়ে প্রতিবাদ না করলে ভোটে অনিয়ম হতো?

অবশ্যয়ই অনিয়ম হতো। আমি না করলেও আমার কর্মীরা করত, কাউন্সিলররা করত, অন্য প্রার্থী করতেন। আমি প্রতিবাদ করে সব অনিয়মের পথ বন্ধ করেছি।

গত জাতীয় নির্বাচনে আমার ভাই কাদের সাহেবের জন্য সবাই মিলে কাজ করেছি। কিন্তু কিছু অতি উৎসাহীদের জন্য এতো সুন্দর একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হলো। আমরা ফল চেয়েছিলাম অতি উৎসাহীরা গাছ এনে দিয়েছে। এদের নিয়ন্ত্রণ করার জন্যও আমি এবার প্রতিবাদ করেছি।

জয়লাভের পরও কি কাদের মির্জা এমন প্রতিবাদী থাকবে?

আমি কোথায় যাব, আমি তো এখানেই আছি। আপনারা তো দেখবেন। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। মৃত্যুর আগ পর্যন্ত আওয়াজ তুলে যাব। আমি ভেঙে যেতে পারি, কিন্তু মচকাব না।

এবার দায়িত্ব নিয়ে প্রথম কোন কাজটা করবেন?

আমাদের এলাকায় গ্যাস উৎপাদন হয়, আর আমার জনগণই গ্যাস পায় নাই। এটা খুব দুঃখজনক। এবার আর তিনবার গ্যাসের জন্য বলব, না পেলে আমাদের যে গ্যাস ফিল্ডের গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়, সেটা জনগণকে সঙ্গে নিয়ে বন্ধ করে দেব।

নেতা ওবায়দুল কাদের আমার ভাই তাকে আমি সর্বোচ্চ সম্মান করি। কিন্তু আমার কাছে আমার জনগণ আগে। আমি কোনো কথা শুনব না। আমার পৌরসভায় এবার গ্যাস দিতে হবে। এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করব, আর বিশুদ্ধ পানির ব্যবস্থা করব।

আপনি বলেছেন এরপর আর মেয়র নির্বাচন করবেন না, তবে কি জাতীয় নির্বাচনে অংশ নেয়া ইচ্ছা আছে?

আমার এত উচ্চাকাঙ্ক্ষা নাই। আমার ভাই যতদিন আছে সেখানে আমি কেন যাব? তাছাড়া আমাদের উপজেলা চেয়াম্যান মোহম্মদ শাহাবুদ্দিন খুবই সৎ রাজনীতিবিদ। তার মতো মানুষকে দেশের প্রয়োজন আছে। তাকে সুযোগ দেয়া দরকার, আমার এমপি হবার দরকার নাই।

এ বিভাগের আরো খবর