বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চান্দিনায় নৌকার সহজ বিজয়

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২১ ০১:৩৬

বিএনপি নির্বাচন নিয়ে কোনো অভিযোগ না করলেও ফলাফল ঘোষণার পরে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। তিনি বলেন, ইভিএমে স্থুল কারচুপি হয়েছে। যে কারণে তিনি পরাজিত হয়েছেন।

কুমিল্লার চান্দিনা পৌরসভায় বড় ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ।

নৌকা প্রতীকে ক্ষমতাসীন দলে প্রার্থী শওকত হোসেন ভূইয়া পেয়েছেন নয় হাজার ৪৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জগ প্রতীকে পেয়েছেন তিন হাজার ১৫৫ ভোট।

বিএনপির শাহ্ মো. আলমগীর খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৬৯৫ ভোট। ইসলামী আন্দোলনের কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে ৯৪৪ এবং এলডিপির প্রার্থী জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে ১৮৯ ভোট পেয়েছেন।

শনিবার সন্ধ্যা সাতটায় বেসরকারিভাবে ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

এর আগে সকাল আটটায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। কোনো ধরনের গোলযোগ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে বিকাল চারটা পর্যন্ত চলে ভোট।

তবে ভোটারের উপস্থিতি ছিল অন্যান্য পৌরসভার তুলনায় বেশ কম। ৩১ হাজার ৮৪৮ ভোটারের মধ্যে ৫১.৭৯ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিএনপি নির্বাচন নিয়ে কোনো অভিযোগ না করলেও ফলাফল ঘোষণার পরে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। তিনি বলেন, ইভিএমে স্থুল কারচুপি হয়েছে। যে কারণে তিনি পরাজিত হয়েছেন।

সাধারণ কাউন্সিল পদে ১নং ওয়ার্ড আকতার আহমেদ নাদিম, ২নং ওয়ার্ডে আবু কাউসার, ৩নং ওয়ার্ডে নাজমুল হাসান, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন, ৫নং ওয়ার্ডে কাজী তোফায়েল আহমেদ জনি, ৬নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডে আব্দুস ছালাম, ৮নং ওয়ার্ডে আব্দুর রব, ৯নং ওয়ার্ডে দুলাল মিয়া জিতেছেন।

সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোর্সেদা আক্তার, ২নং ওয়ার্ডে আমেনা আক্তার, ৩নং ওয়ার্ডে শাহানাজ পারভীন বিজয়ী হয়েছেন।

এ বিভাগের আরো খবর