প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে পরিচিত মাগুরায় বিপুল ব্যবধানে হেরেছে বিএনপির মেয়র প্রার্থী ইকবার আখতার খান কাফুর। তিনি আওয়ামী লীগের খুরশিদ হায়দার টুটুলের কাছে ৩৩ হাজার ৩৯৪ ভোটের ব্যবধানে হেরেছেন।
নৌকা প্রতীকে খুরশিদ হায়দার পেয়েছেন ৩৯ হাজার ৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে বিএনপির ইকবাল আখতার ধানের শীষে পেয়েছেন ৬ হাজার ৭৩ ভোট। আরেক মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের মশিউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৪৫ ভোট।
মেয়র পদে ভোট দেয়ার হার ৬৩ দশমিক ৭০ ভাগ।
রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম শনিবার রাত সাড়ে ৮টায় তার কার্যালয়ে চূড়ান্ত ফল ঘোষণা করেন।
এর আগেরবারও বিএনপিকে হারিয়ে পৌরসভাটিতে মেয়র হয়েছিলেন খুরশিদ হায়দার টুটুল।
দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচনে মাগুরা পৌরসভায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেয় কমিশন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের তিন জন প্রার্থী ছিলেন।
৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবার প্রথম ইভিএম পদ্ধতিতে ৩৫টি কেন্দ্রে দুই হাজার ৮৯টি কক্ষে ভোট নেয়া হয়। পৌরসভার মোট ভোটার ৭৬ হাজার ৮৯৩ জন।
মেয়র নির্বাচিত হয়ে আওয়ামী লীগের খুরশীদ হায়দার টুটুল বলেন, ‘পৌরসভার উন্নয়নে কাজ করায় পৌরবাসী এবারও আমাকে হতাশ করেননি। জয়ী যে হব তা আমি নির্বাচনের শুরু থেকে বলে আসছি। উন্নয়নের ক্ষেত্রে দলমত কখনো বিচার করিনি।’
সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করার কথা জানান তিনি।
বিএনপির ইকবাল আকতার খান কাফুর বলেন, ‘বিএনপি নির্বাচনের শুরু থেকে প্রচারণা করতে পারিনি। সক্রিয় নেতাকর্মীরা মামলার আসামি। তাই আমাদের ভোটেও তেমন ফলাফল। নির্বাচনে বেশকিছু অসঙ্গতি না থাকলে আমরা বিজয়ী হতে পারতাম। আমাদের হামলা-মামলায় দাবিয়ে রেখে আওয়ামী লীগের এ বিজয়।’