মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে ১৫৩ ভোটের ব্যবধানে জিতে মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলে প্রার্থী সিপার উদ্দিন আহমদ নৌকা প্রতীক নিয়ে চার হাজার ৮৩৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়াই করা শাহজাহান মিয়া জগ প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৬৮৫ ভোট।
ক্ষমতাসীন দলের আরেক বিদ্রোহী সফি আলম ইউনুছ নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৯৯৪ ভোট।
বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান ১৫৩।
শনিবার দেশের যে ৬০টি পৌরসভায় ভোট হয়েছে, তার মধ্যে কোনোটিতে এত কম ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ হয়নি।
ক্ষমতাসীন দলের তিন জন নেতা ভোটের লড়াইয়ে থাকায় বিএনপির প্রার্থী এখানে যে জয়ের প্রত্যাশা করেন, তা হয়নি। বহু ব্যবধানে তিনি চতুর্থ হয়েছেন।
ধানের শীষ প্রথীকে দলটির প্রার্থী কামাল উদ্দিন জুনেদ পেয়েছেন এক হাজার ৭৭৬ ভোট।
শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হয় এখানে। ভোটের পরিবেশ নিয়ে তেমন কোনো অভিযোগ উঠেনি।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রের সামনেই ভোটারদের লাইন দেখা গেছে। দুপুরের পরেও ব্যাপক ভোটার উপস্থিতি দেখা গেছে।
পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৭৫৯ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১৪ হাজারেরও বেশি।
ভোটের হার ৭০ শতাংশেরও বেশি।