বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুষ্টিয়ায় বিতর্কহীন ভোটে নৌকার বিশাল জয়

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২১ ২৩:৪৬

বিএনপির তুলনায় ৫১ হাজারেরও বেশি ভোট পেয়ে আবার জিতেছেন আওয়ামী লীগের আনোয়ার আলী। বিএনপির প্রার্থী বশিরুল আলম চাঁদ বলেছেন, খুব ভালো ভোট হয়েছে। ভোটারদের মধ্যে আস্থা ফিরেছে।

কুষ্টিয়া পৌরসভায় বড় ব্যবধানে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির প্রার্থী এখানে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন।

ব্যালটে নেয়া ভোটে এই পৌরসভায় আওয়ামী লীগের আনোয়ার আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬ হাজার ৫২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বশিরুল আলম চাঁদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৬১৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৫১ হাজারেরও বেশি।

বিজয়ী আনোয়ার আলী গত নির্বাচনেও এখান থেকে জিতেছিলেন।

এই এলাকায় বিএনপির প্রার্থী ভোটের সকালে নির্বাচনের পরিবেশ নিয়ে উচ্ছ্বাসের কথা জানান। তিনি বলেন, পুরোপুরি সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে।

এবার ভোট নিয়ে বিতর্ক এড়াতে আগের দিনের বদলে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয় ভোটের সকালে।

সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় শহরে। সকালে তীব্র শীতের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে আসে বিপুল পরিমাণ ভোটার। দিন শেষে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।

এখানে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকেও কোনো অনিয়মের অভিযোগ আনা হয়নি। বরং বিএনপির প্রার্থী নির্বাচনের প্রশংসা করেছিলেন।

সকালে ভোট দিয়ে এসে তিনি গণমাধ্যমকর্মীদেরকে বলেন, ‘অনেক দিন পর সুষ্ঠু পরিবেশে নিজের ভোট দিতে পারলাম। ব্যালট সকালে কেন্দ্রে আসায় ভোটারদের মধ্যে আস্থা ফিরে এসেছে।’

অবশ্য ভোটের পর তার প্রতিক্রিয়া জানা যায়নি।

এ বিভাগের আরো খবর