নির্বাচনী প্রচারণায় ছিল আওয়ামী লীগের দাপট। মামলা, হামলা ও পুলিশের ধরপাকড়ে প্রতিদ্বন্দ্বী বিএনপি ছিল কোণঠাসা। যার প্রভাব পড়ল নির্বাচনের ফলাফলেও। ভোটের অঙ্কে সন্দ্বীপ পৌরসভায় বড় জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মোক্তাদির মাওলা সেলিম পেয়েছেন ১৭ হাজার ৭১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আবুল বশার পেয়েছেন ৭১১ ভোট।শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান এ তথ্য জানান।সন্দ্বীপ পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ২৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৬৭ জন, মহিলা ১৬ হাজার ৬৫৯।পৌরসভার এটি চতুর্থ দফা নির্বাচন। সবশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন জাফর উল্যাহ টিটু।
সন্দ্বীপে নৌকার দাপুটে জয়
সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মোক্তাদির মাওলা সেলিম পেয়েছেন ১৭ হাজার ৭১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আবুল বশার পেয়েছেন ৭১১ ভোট।
-
ট্যাগ:
- পৌরসভা
এ বিভাগের আরো খবর/p>