কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটের দিন ফলাফল পাওয়া গেল না। সেখানে নৌকা মার্কার প্রার্থী এগিয়ে থাকলেও একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়ে আছে।
তিনি যত ব্যবধানে এগিয়ে, স্থগিত সেই কেন্দ্রে ভোটের সংখ্যা এর চেয়ে বেশি। ফলে সেখানে নতুন করে ভোট হওয়ার আগ পর্যন্ত নির্বাচিত ঘোষণার সুযোগ নেই।
শনিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ২৮টি কেন্দ্রের মধ্যে ফল পাওয়া গেছে ২৭টির। গত নির্বাচনে জয়ী আওয়ামী লীগের পারভেজ মিয়ার পক্ষে ভোট পড়েছে ২০ হাজার ৯২২ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইসরাইল মিঞার ধানের শীষে ভোট পড়েছে ২০ হাজার ৪৩৮ ভোট। দুই জনের মধ্যে ভোটের ব্যবধান ৪৮৪।
এই পৌরসভায় ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে এক হাজার ৭২৩, আওয়ামী লীগের সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া শফিকুল গনি ঢালী মোবাইল ফোন প্রতীকে ৩৬৪ এবং ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির স্বপন মিয়া ১৫১ ভোট পেয়েছেন।
ঢালী ভোটের দুই দিন আগে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নৌকা মার্কায় সমর্থন জানান। তবে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ায় তার নাম ব্যালট পেপারে রয়ে যায়।
আওয়ামী লীগ প্রার্থী পারভেজ মিয়া
দ্বিতীয় দফায় পৌর নির্বাচনে গোলযোগের কারণে সারা দেশে একটি মাত্র কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে।
শহরের নিউটাউন এলাকায় ওয়ালী নেওয়াজ খান কলেজের তিনতলা ভবনে পূর্ব তারাপাশার ২০ নম্বর কেন্দ্রে ভোটের সংখ্যা ১৮৫২। এই কেন্দ্রের উপরই নির্ভর করছে ফলাফল।
বিএনপি প্রার্থী ইসরাইল মিঞা
এই একটি কেন্দ্র ছাড়া বাকি সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট হয় দিনভর। ভোটের পরিবেশ নিয়ে প্রচারের শুরু থেকেই বিএনপির কোনো অভিযোগ ছিল না।
ব্যালটে নেয়া ভোটে সকাল ছয়টার পর কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার। ভোটাররা দীর্ঘ লাইনে করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করেন।
বিভিন্ন কেন্দ্রে বয়স্ক নারী, পুরুষসহ ও শারীরিক প্রতিবন্ধীদেরকেও ভোট দিতে আসতে দেখা গেছে। যারা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না, তারা কেন্দ্রে আসেন স্বজনদের সঙ্গে।
তবে বেলা ১২ টায় ওয়ালীনেওয়াজ খান কলেজের তিনতলা ভবনের পূর্ব তারাপাশার ২০ নম্বর কেন্দ্রে ভোটারদের মধ্যে আওয়ামী লীগ-বিএনপি প্রশ্নে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
পরে প্রিসাইডিং অফিসার ভোট স্থগিত করে দেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম।
ওই কেন্দ্রে কবে ভোট নেয়া হবে, সেটি পরে জানানো হবে বলে জানিয়েছেন এই নির্বাচন কর্মকর্তা।