সুনামগঞ্জের ছাতক পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী প্রার্থী আবুল কালাম চৌধুরী বেসরকারি ফলাফলে টানা চতুর্থবার মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে জেলার নির্বাচনী কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাশিদা আহমদ ন্যান্সিকে ৪ হাজার ৯১৫ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম চৌধুরী। তিনি (নৌকা) ১২ হাজার ৮২৩ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিদা আহমদ ন্যান্সি (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৯০৮ ভোট।
ছাতক পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ২৭১ জন এবং নারী ভোটার রয়েছেন ১৫ হাজার ৯ জন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট হয়েছে।