সিরাজগঞ্জ শহরে নতুন ভাঙ্গাবাড়ী ৬ নং ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার পর বেশ কয়েকটি গাড়ি ও বসত ঘরে আগুন দিয়েছে তরিকুলের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। তবে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় কেউ আটক হয়নি।
শনিবার রাত ৮টার দিকে বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় তরিকুলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
তরিকুলের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভাঙ্গাবাড়ি কেন্দ্রে ভোটে এগিয়ে ছিলেন তরিকুল ইসলাম। গোলোযোগের খবর পেয়ে পাশের শহীদগঞ্জে কেন্দ্রে যান তিনি। পরে ফলাফলে ঘোষণা হলে বিজয়ী হন তরিকুল। এরপর পরাজিত উট প্রতীকের প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।
এক পর্যায় দুই সঙ্গীকে নিয়ে জেলা প্রশাসকের অফিসের দিকে রওনা দেন তরিকুল। যাওয়ার সময় বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় দুই সঙ্গীর চেয়ে বেশ পিছিয়ে পড়েন তিনি। এ সময় তার ওপর হামলা হয়।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে দুটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। পরে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে তার সমর্থকরা লাশ নিয়ে আসেন। এরপর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে দুটি ট্রাক, একটি প্রাইভেট কার ও পাঁচটি মোটরসাইকেলে আগুন দেন তরিকুলের সমর্থকরা। আগুন দেয়া হয় দুটি বসতঘরেও।
হত্যা ও অগ্নিসংযোগের খবরে ছুটে যান পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেটে ছোড়েন তারা।
হত্যা-অগ্নিসংযোগের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কেউ যেন নতুন ভাঙ্গাবাড়ী মহল্লা থেকে বের হতে না পারে সেজন্য বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। ফলে ওই এলাকায় গিয়ে খবর সংগ্রহ করতে পারেননি সংবাদকর্মীরা।
তরিকুল ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। পরাজিত প্রার্থী শাহাদৎ হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলার বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন, ‘আমরা এক জন আহত ও অগ্নিসংযোগের খবরে ঘটনাস্থলে আসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়া হয়েছে।’
ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।